গ্রেফতারের ৩দিন পরই ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান সাদেকের জামিন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম
![গ্রেফতারের ৩দিন পরই ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান সাদেকের জামিন](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/DB-y-67a4c879ca9a9.jpg)
ছবি: সংগৃহীত
ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ছয় কোটি টাকা চাঁদা আদায় চেষ্টার মামলায় গ্রেফতারের তিনদিন পরই জামিন পেলেন সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ সিন্ডিকেটের প্রধান এস.এস. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিনের আদালত থেকে তিনি জামিন
পেয়েছেন।
আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা
এসআই জিন্নাত বলেন, আসামিকে গত ২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা
থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৩ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের
মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার এ
মামলার আসামি আবু সাদেক জামিন পেয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা
দায়ের করেন অপহরণের ভুক্তভোগী জুলফিকার আলী নামের এক ব্যবসায়ী।
সাদেক ছাড়া মামলার অন্য আসামিরা হলেন-সাবেক
ডিবি প্রধান হারুন অর রশিদ, গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি গোলাম সবুর, তৎকালীন অতিরিক্ত
ডিআইজি টুটুল চক্রবর্তী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ
ও আবু সাদেকের ম্যানেজার মো. শামিম। এছাড়া অজ্ঞাত আসামি ৫-৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর
যোগসাজশে ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকারকে অপহরণ করে ডিবি কার্যালয়ে
নিয়ে যান। সেখানে তাকে নির্যাতন করে ৬ কোটি টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার জন্য
এক সপ্তাহ সময় দেওয়া হয়। পরবর্তীতে আরও
দুইবার ডিবি কার্যালয়ে এবং ধানমন্ডির ১ নম্বর রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও
ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়। ওই বিউটি পার্লারটি আবু সাদেকের সিন্ডিকেটের
সদস্যদের আড্ডার স্থান। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান
তরুণসহ আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন বলে অভিযোগ করা হয়েছে।