যুগান্তর অনলাইনের সম্পাদক হিসেবে যোগ দিলেন হাসান শরীফ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম
![যুগান্তর অনলাইনের সম্পাদক হিসেবে যোগ দিলেন হাসান শরীফ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Editor-67a4b86a15019.jpg)
সিনিয়র সাংবাদিক ও লেখক মোহাম্মদ হাসান শরীফকে ফুল দিয়ে বরণ করছেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার
দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন বিভাগের সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও লেখক মোহাম্মদ হাসান শরীফ। এর আগে তিনি দৈনিক নয়া দিগন্তের অনলাইন সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন হাসান শরীফ। এ সময় যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার তাকে স্বাগত জানান। এর আগে বুধবার যুগান্তর সম্পাদক তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
টিম অনলাইনের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক হাসান শরীফকে বৃহস্পতিবার স্বাগত জানানো হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, মাল্টিমিডিয়া ইনচার্জ যোবায়ের আহসান জাবের, শিফট ইনচার্জ জাহিদ আনোয়ার ও রওশন জামিল প্রধান।
সাংবাদিক হাসান শরীফের জন্ম ১৯৬৭ সালে ঢাকায়। পড়াশোনা পরিসংখ্যানে। পেশাগত কারণেই বিভিন্ন বিষয়ে লেখালেখিতে সম্পৃক্ততা তার। অনুবাদের কাজও করেন দক্ষতার সঙ্গে। তবে হাসান শরীফের বিশেষ আগ্রহ ইতিহাসে। বাঙালি মুসলমান ও উপমহাদেশের ইতিহাসের প্রতি রয়েছে আকর্ষণ। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মোগল সাম্রাজ্যের খণ্ডচিত্র (অ্যাডর্ন পাবলিকেশন, ২০০৪) এবং রিচার্ড এম. ইটনের সাড়া জাগানো দি রাইজ অব ইসলাম অ্যান্ড বেঙ্গল ফ্রন্টিয়ার, ১২০৪-১৭৬০—এর অনুবাদ (ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ২০০৮), গ্রাহাম ফুলারের দ্য ওয়ার্ল্ড উইদাউট ইসলাম, সাইমন সিব্যাগ মন্টেফিওরির জেরুসালেম-ইতিহাস (অঙ্কুর প্রকাশনী), জিয়াউদ্দিন সরদারের মক্কা ‘পবিত্র নগরীর রাজনৈতিক ইতিহাস’ (অন্যধারা ২০২২), রমিলা থাপারের ‘সোমনাথ এক ইতিহাসের অনেক ভাষ্য’ (আবিষ্কার প্রকাশনী ২০২৪) ইত্যাদি।
দীর্ঘ কর্মজীবনে হাসান শরীফ দৈনিক সংগ্রামে স্পোর্টস বিভাগেও কাজ করেছেন।