Logo
Logo
×

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর-আগুন, দেখুন ছবিতে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর-আগুন, দেখুন ছবিতে

পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণ দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাত ৮টার দিকে শত শত মানুষ সেখানে গিয়ে ভাঙচুর শুরু করেন। পরে তাদের সঙ্গে আরও মানুষ যোগ দেন। ভাঙচুরের একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে বাড়ির তৃতীয় তলায় আগুন দেওয়া হয়। পরে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা হয়। রাতে কিছুটা বিরতি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আবার ভাঙা শুরু হয়েছে। ছবিতে দেখুন ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের চিত্র। 

বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

বাড়িটির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটা গুঁড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দৃশ্য। 
সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।
বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে আনা হয়েছে ক্রেন।
রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। 
জ্বলছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি।
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আঙিনা, দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে পড়েছে জনতা।
ধানমন্ডি ৩২ নম্বরের একটি দেয়াল ভাঙছে বিক্ষুব্ধ জনতা। 
শেখ মুজিবুর রহমানের বাড়ির একটি জানালা ভাঙা হচ্ছে।
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলছে জনতা। 
ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ভেতরে ভাঙচুর চলছে।
ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে জড়ো হন শত শত বিক্ষুব্ধ মানুষ।
ভাঙচুরের এক পর্যায়ে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা।


Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম