Logo
Logo
×

জাতীয়

বইমেলা-২০২৫

ঢিলেঢালা মেজাজে টুকটাক বিক্রি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ এএম

ঢিলেঢালা মেজাজে টুকটাক বিক্রি

অগোছাল ভাব থেকে ধীরে ধীরে গুছিয়ে উঠছে বইমেলা। পাঠক ক্রেতারা তাই মেলায় এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ঢিলেঢালা মেজাজে মেলা যেন ছন্দে ফিরছে। পাঠক ঘুরে ঘুরে বই দেখছেন। পছন্দ হলে কিনেও নিচ্ছেন। তাই বই বিক্রি হচ্ছে টুকটাক। বুধবার অনন্যার স্টলে বসেছিলেন প্রকাশক মনিরুল হক। তিনি যুগান্তরকে বলেন, শুরুতে বেশ অগোছাল ছিল এবার। তারপরও শেষ পর্যন্ত ভালো বইমেলা হবে বলে আশা করছি।

সমালোচনার সুরে এই প্রকাশক বলেন, অনেক প্রকাশনা বইমেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে যাদের নামও কখনো শুনিনি। দুটি ভালো বই নেই এমন প্রতিষ্ঠানও আছে। নীতিমালা আসলে কতটুকু মানা হয়েছে এক্ষেত্রে সেটাই একটা প্রশ্ন। এটুকু বলব, আমার ৩৫ বছরের সময়ে এমনটা দেখিনি।

‘ইউনূসবধ কাব্য : বাই অ্যান এক্সপার্ট প্রাইম মিনিস্টার’ : ফ্যাসিস্ট আওয়ামী রোষানলে নিষিদ্ধ হওয়া কবি আবদুল হাই শিকদারের লেখা ‘ইউনূসবধ কাব্য : বাই অ্যান এক্সপার্ট প্রাইম মিনিস্টার’ বইটি নতুনভাবে প্রকাশ হয়েছে। শোভা প্রকাশ থেকে প্রকাশিত এই বইটি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জীবন ও কর্ম নিয়ে লেখা। যার সবকটি লেখা দৈনিক আমার দেশ পত্রিকায় ছাপা হয়েছিল ২০১১ থেকে ২০১৩-এর মধ্যে। সত্য বলার অপরাধে নির্মমভাবে শারীরিক ও কারা নির্যাতিত সম্পাদক মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ নিষিদ্ধও করা হয়। ২০১৫ সালে বইটি প্রকাশের জন্য এগিয়ে আসেন কাশবন প্রকাশনীর আমিনুল ইসলাম। কিন্তু তিনি নিগ্রহের শিকার হন। বাংলা একাডেমির বইমেলায় তিনি ছাত্রলীগের ছেলেদের হাতে আক্রান্ত হন। পুড়িয়ে দেওয়া হয় বইটির সব কপি। স্বৈরাচারের রোষানলে পড়ে বইটির বিক্রয়, বিপণন ও গুদামজাত করা নিষিদ্ধ হয়ে যায়।

বইয়ের লেখক কবি আবদুল হাই শিকদারকে হতে হয় বাড়িছাড়া। সব ইলেকট্রনিক মাধ্যমে লাল তালিকাভুক্ত করা হয় তাকে।

শোভা প্রকাশ থেকে নতুনভাবে প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে ৩৭৫ টাকা।

সোমবার ধানমন্ডি থেকে বইমেলায় আসা সাবিহা তন্বী যুগান্তরকে বলেন, মেলায় এবার অনেক নতুন প্রকাশনাকে দেখতে পাচ্ছি যাদের অংশগ্রহণ আগে কখনো দেখিনি। এদের মধ্যে কিছু কিছু প্রকাশনায় ভালো বই আছে। 

মেলায় বুধবার নতুন বই এসেছে ৯৮টি। এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হোসেনউদ্দীন হোসেন : প্রান্তবাসী বিরল সাহিত্য-সাধক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনায় অংশগ্রহণ করেন আবুল ফজল। সভাপতিত্ব করেন শহীদ ইকবাল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, হোসেনউদ্দীন হোসেন ছিলেন একজন সহজাত লেখক। কবিতা দিয়ে সাহিত্যজীবন শুরু করলেও গদ্যের জগতে নিজ প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন তিনি। তার লেখায় বুদ্ধিবৃত্তি ও মননশীলতার ছাপ স্পষ্ট। লেখক হতে গেলে যে সততা, নিবিষ্টতা ও একাগ্রতা দরকার, তিনি আজীবন তার চর্চা করে গেছেন।

লেখক বলছি মঞ্চে এদিন নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি রেজাউদ্দিন স্টালিন এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শিবলী আজাদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন- কবি আতাহার খান এবং আলমগীর হুছাইন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ এবং কাজী সামিউল আজিজ। সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, মো. আরিফুর রহমান, তাপসী রায়, পাপড়ি বড়–য়া, ফারাহ হাসান মৌটুসী, মো. হারুনুর রশিদ, কামাল আহমেদ এবং নুসরাত বিনতে নূর।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : মাহবুবুল হক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন তারিক মনজুর। আলোচনায় অংশগ্রহণ করবেন মাহবুব বোরহান এবং মুহাম্মদ আসাদুজ্জামান। সভাপতিত্ব করবেন সৈয়দ আজিজুল হক।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম