Logo
Logo
×

জাতীয়

শিশুকে বাঁচাতে গিয়ে আহত সারজিস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ এএম

শিশুকে বাঁচাতে গিয়ে আহত সারজিস

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার দুর্ঘটনায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম আহত হয়েছেন।

বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাবির ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারজিস আলমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গেছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।

সারজিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, সারজিস আলম ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়।

বিষয়টি নিশ্চত করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন জানান, সারজিস আলমের বাম চোখে একটা সেলাই দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন বলেও জানান তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম