Logo
Logo
×

জাতীয়

আরও একটি নতুন অধিদপ্তর হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম

আরও একটি নতুন অধিদপ্তর হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে।

বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তরটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করার কাজে নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, রাজস্ব আদায়ের নামে হাওড়-বাঁওড় ইজারা দেওয়ার বিরুদ্ধে আমরা, আগামীতে যেন কোনো অমৎস্যজীবীদের ইজারা না দেওয়া হয় সেই ব্যাপারে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে নির্দেশে দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, সব ধরনের উন্নতজাতের গবাদিপশু বাংলাদেশে দিতে প্রস্তুত তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, এলডিডিপির প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম