সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি চায় বিপিজেএফ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ এএম
দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম- বিপিজেএফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব হামলাকারীদের শাস্তি দাবি করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, বরগুনা, কুড়িগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর ও শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।
মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বিপিজেএফ নেতৃদ্বয় বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির খবর সংগ্রহ এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু এ দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা ও নির্যাতন এ অপরাধ সামগ্রিকভাবে সমাজে একটি বিশাল বিরূপ প্রভাব ফেলবে। আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরও বলেন, আমরা সরকারের কাছে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হামলা প্রতিরাধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি। এসব সহিংসতার বিষয়ে নিরপেক্ষ, দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও কার্যকর তদন্ত পরিচালনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের জন্য অত্যন্ত অপরিহার্য। আর এ অবস্থা থেকে সাংবাদিকদের পরিত্রাণ পাওয়ার জন্য অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন আবশ্যক।