Logo
Logo
×

জাতীয়

ইজতেমার তিন পর্ব হলো যেভাবে

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম

ইজতেমার তিন পর্ব হলো যেভাবে

নজমের জামাতের সাথীদের নিয়ে বয়ান করছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। এ বয়ানের মধ্য দিয়ে সোমবার সকাল ১০টা থেকে শুরু হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের নতুন ধাপ। ফলে চলতি ইজতেমায় আখেরি  মোনাজাত হবে তিনটি। 

বিশ্ব ইজতেমার শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে দ্বিতীয় ধাপ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালে ঢাকার কাকরাইল মসজিদে। সময়ের সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় ইজতেমার স্থান পরিবর্তন করা হয় কয়েকবার। ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্প এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়। ১৯৬৬ সালে টঙ্গীর পাগাড় গ্রামের কাছে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের ইজতেমার আয়োজন করা হয়; যেখান থেকে বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ শুরু হয়। ওই বছর থেকে বিশ্ব ইজতেমা নিয়মিতভাবে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রতিবছর আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে। অনেকে আগের রাত থেকে টঙ্গীর আশপাশে অবস্থান নেন। 

২০১১ সালের আগে বিশ্ব ইজতেমা তিনদিনের একপর্বে অনুষ্ঠিত হতো। তবে স্থান সংকট, জনসমাগম ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ২০১৬ সাল থেকে ৩২ জেলা করে দুইধাপে ৬৪ জেলার মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছিল। যেসব জেলার মুসল্লিদের টঙ্গীর ইজতেমায় অংশ নিতে অসুবিধা হতো, তাদের জন্য জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়। 

২০১৮ সালের ১ ডিসেম্বর ইজতেমা ময়দানে জুবায়ের ও সাদপন্থিদের সংঘর্ষে ২ মুসল্লি নিহত হন। এরপর থেকে দুই পক্ষ আলাদা পর্বে ২০১৯ ও ২০২০ সালে ইজতেমা করা শুরু করেন। করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সাল বিরতি দিয়ে ২০২৩ ও ২০২৪ সালে শুরায়ি নেজাম বা জুবায়েরপন্থিরা প্রথম পর্ব ও সাদপন্থিরা দ্বিতীয় পর্বে ইজতেমা করেন। তবে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর রাতে ইজতেমা ময়দানে ২০২৫ সালের ইজতেমা নিয়ে এক সংঘর্ষে ৪ জন মুসল্লি নিহত হয়।  

২০২৫ সাল থেকে তাবলিগের বিভক্ত দুটি পক্ষ শুরায়ি নেজাম ও মাওলানা সাদ অনুসারীরা প্রথম ও দ্বিতীয় পর্বে আলাদাভাবে ইজতেমায় অংশ নিচ্ছেন। তবে প্রথম পর্বে শুরায়ি নেজাম দুই ধাপে ৬ দিন (৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি) ইজতেমা করার সিদ্ধান্ত নেয়। যেখানে প্রথম ধাপে (৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি) ও দ্বিতীয় ধাপ (৩ থেকে ৫ ফেব্রুয়ারি) হিসেবে বলা হচ্ছে। 

আর সাদপন্থিরা দ্বিতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ৩ দিন ইজতেমা করবেন বলে কথা রয়েছে। ফলে বিশ্ব ইজতেমার ইতিহাসে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সৃষ্টি হল ২০২৫ সালের ৫৮তম আসরে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম