
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:২৯ এএম
সরকারি পদে দ্বৈত নাগরিক, তদন্ত করে ব্যবস্থা নিতে নোটিশ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম

আরও পড়ুন
সাংবিধানিক ও সরকারি পদে (পাবলিক পোস্ট) থাকা দ্বৈত নাগরিকদের তালিকা তদন্তের মাধ্যমে তৈরি পাশাপাশি যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ই-মেইল ও রেজিস্ট্রি ডাকযোগে রোববার দুপুরে আইনি নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। দ্বৈত নাগরিকদের নিয়ন্ত্রণ ও তদারকির জন্য একটি টাস্কফোর্স গঠনের অনুরোধও জানানো হয়েছে এতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর ওই নোটিশ পাঠানো হয়। নোটিশদাতা আইনজীবী মোহাম্মদ কাওছার।
নোটিশে দ্বৈত নাগরিক যারা সাংবিধানিক ও সরকারি পদে আছেন, তাদের অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দ্বৈত নাগরিক স্থানীয় নির্বাচন, সাংবিধানিক ও সরকারি পদে আসীন হওয়ার অযোগ্য হবেন, এমন ঘোষণার আরজি জানানো হয়েছে।