Logo
Logo
×

জাতীয়

পদযাত্রা স্থগিত করে জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা শিশুমেলার মোড়েই অবস্থান করবেন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

পদযাত্রা স্থগিত করে জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা শিশুমেলার মোড়েই অবস্থান করবেন

ফাইল ছবি

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার সকালে রাজধানীর আগারগাঁও ও দুপুরে মিরপুর সড়ক অবরোধ করেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে স্থবিরতা দেখা দিয়েছে।

দাবি মেনে নিতে বিকাল ৪টা পর্যন্ত আলটিমেটাম দেন তারা। এ সময়ের মধ্যে রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি না দিলে সচিবালয়ের সামনে অবস্থান নেবেন বলে জানিয়েছিলেন তারা।

পরে আহত ব্যক্তিরা সচিবালয় অভিমুখে তাদের যাত্রা স্থগিত করেছেন। স্বীকৃতির দাবিতে শিশুমেলার মোড়েই তারা অবস্থান করবেন বলে জানিয়েছেন।

কোরবান শেখ জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট কুষ্টিয়াতে একচোখে গুলিবিদ্ধ হন। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি। বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিবাদ কর্মসূচিতে তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিশুমেলার এ সড়কেই অবস্থান করব।’

সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন কবির হোসেন। আন্দোলনের সময় তার চোখে গুলি লেগেছিল। কবিরের বাড়ি মিরপুর-১১-তে। তিনি জানান, তার চোখে সমস্যা আছে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালেই ছিলেন। তবে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাসায় গেলেই অসুখ বেড়ে যায়। হাসপাতালে এলে একটা ড্রপ ও ব্যথার ওষুধ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তার সুচিকিৎসা দরকার।

বিক্ষোভকারীরা জানান, সরকারের কেউ এখন তাদের খোঁজখবর আর নেন না। আন্দোলনে তাদের অবদান রয়েছে। সুচিকিৎসার পাশাপাশি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম