Logo
Logo
×

জাতীয়

স্বচ্ছতা না থাকায় ভোট নিয়ে অনীহা তৈরি হয়েছে: সানাউল্লাহ

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

স্বচ্ছতা না থাকায় ভোট নিয়ে অনীহা তৈরি হয়েছে: সানাউল্লাহ

একটি সুষ্ঠু ভোট জাতিকে উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। 

তিনি বলেন, বিগত সময়ে নির্বাচন নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনীহা তৈরি হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে আসার জন্য হালনাগাদ ও নতুন ভোটারদের তালিকায় সংযুক্তির কাজ শুরু করেছে।

রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এবারের ভোট অন্যান্য ভোটের থেকে আরও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ভোটার তালিকায় কোনো অস্বচ্ছতা যেন তৈরি না হয় সেজন্য ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটারের কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্য তিনি দিক-নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনারের একান্ত সচিব জাকির হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব, সহকারী পুলিশ সুপার মান্দা-নিয়ামতপুর সার্কেল মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানার ওসি হাবিবুর রহমান, নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

উল্লেখ্য, ভোটার তালিকার হালনাগাদ ও নতুন ভোটারের অন্তর্ভুক্তির কাজ জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হয়ে চলবে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম