
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৫:১৩ এএম
মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:১৯ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
রাজধানীর মিরপুরে কাজীপাড়া এলাকায় সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ২ ইউনিট ঘটনাস্থলে যায় । পরবর্তীতে আরো দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, যেহেতু আবাসিক ভবন সে ক্ষেত্রে আগুনটি বড় হবে বলে ধারণা করা হচ্ছে। পাশে আবার ব্যাংক রয়েছে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হবে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেননি তিনি।
আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শাজাহান বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।