
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ এএম
বায়ুদূষণ নিয়ন্ত্রণে কাজ করা হবে: পরিবেশ উপদেষ্টা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০০ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ কমানো একটি সময়সাপেক্ষ ব্যাপার, যা অর্থনৈতিক সক্ষমতা, উন্নয়নের ধরন, যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থার ওপর নির্ভর করে। আমাদের বায়ুদূষণের ৩০-৩৫ শতাংশ আসে বাইরের দেশ থেকে এবং ২৮ শতাংশ পাওয়ার প্ল্যান্ট থেকে। তাই দূষণ নিয়ন্ত্রণে আমাদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি।
তিনি বলেন, জ্বালানির মান উন্নয়ন
ও রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি না করে দূষণ কমানো সম্ভব নয়। পার্শ্ববর্তী দেশগুলোতে
রিফাইনারি উন্নত হওয়ার পরও দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে আসে। তাই বাংলাদেশকেও
দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে।
পরিবেশ অধিদপ্তরে বুধবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদষ্টো এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয় সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. কামরুজ্জামান,
বিশ্বব্যাংকের ম্যানেজার এনভায়রনমেন্ট ক্রিশ্চিয়ান অ্যালবার্ট পিটার এবং বিশ্বব্যাংকের
সিনিয়র এনভায়রনমেন্ট স্পেশালিস্ট অ্যানা লুইসা লিমা অনুষ্ঠানে বক্তৃতা করেন।