
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:৪৮ এএম
১০০ কোটি টাকার মানহানির আবেদন বিদিশার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা। ফাইল ছবি
আরও পড়ুন
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে করা ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। আবেদনে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনেছেন বিদিশা।
মঙ্গলবার ঢাকা
মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদনটি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিদিশার আইনজীবী মো. নজরুল
ইসলাম সরদার।
তিনি বলেন,
আবেদন শুনানি শেষে অভিযোগ তদন্ত করে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ডিবি পুলিশকে প্রতিবেদন
দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
অন্য যাদের
বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন এরশাদ ট্রাস্টের সাবেক সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর
ও মনিরুজ্জামান টিপু।
আবেদনে বলা
হয়েছে, ২২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বিদিশা সিদ্দিক ও তার ছেলে শাহাতা জারাব এরিক
এরশাদের বিরুদ্ধে মানহানি, আপত্তিকর, বিভ্রান্তিকর ও অপমানজনক মিথ্যা বক্তব্য দিয়েছেন
কাজী মামুনসহ এ তিনজন।
তার আগে ২১
জানুয়ারি কাজী মামুন ‘এরশাদ ট্রাস্ট’ জোর করে দখলে রেখেছেন-এমন অভিযোগ তুলে প্রশাসনিক
হস্তক্ষেপ চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর চিঠি দেওয়া হয় এরিক এরশাদের নামে। ওই চিঠি
সংবাদমাধ্যমে পাঠান বিদিশা সিদ্দিক।
মামলার আবেদনে
বিদিশিা বলেছেন, সংবাদ সম্মেলন করে তাকে ‘কলংকিত ও কালিমা লেপন’ করা হয়েছে। ছেলেসহ
তাকে ‘জাতীয়, আন্তর্জাতিকভাবে, সামাজিকভাবে ও মানসিকভাবে মারাত্মক অপমানিত ও ক্ষতিগ্রস্ত’
করা হয়েছে। এ ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা।