জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে ইউএনএইচসিআর
বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে ইউএনএইচসিআর বাংলাদেশকে সহায়তা করবে। প্রধান উপদষ্টো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্যান্ডি এ আশ্বাস দেন।
এদিকে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে সম্মেলনের
ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে ড. ইউনূস সাক্ষাত্ করেছেন। বৈঠকে
তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেছেন।
মঙ্গলবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের
ফাঁকে ড. ইউনূসের সঙ্গে ফিলিপ্পো গ্যান্ডি সাক্ষাৎ করেন। রোহিঙ্গা সংকটের ওপর সারা
বিশ্বের মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, অতিরিক্ত প্রায় ১ লাখ শরণার্থীর
আগমন বাংলাদেশের ওপর আরও বোঝা হয়ে উঠেছে। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আরও রোহিঙ্গাকে
বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ সময় ফিলিপ্পো বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে আমরা আপনাদের সহযোগিতা
করতে প্রস্তুত। রোহিঙ্গাদের আশ্রয়স্থল তৈরির জন্য উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি
দেওয়ায় তিনি প্রধান উপদষ্টোকে ধন্যবাদ জানান।
এদিকে বুধবার বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের
প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন ড. ইউনূস। এছাড়া
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার
ইব্রাহিমের সঙ্গেও ড. ইউনূস সাক্ষাত্ করেন।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টা আমন্ত্রিত: ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন সাক্ষাত্ করেছেন। ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠেয় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে ড. ইউনূসকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত হিউসজেন। সাক্ষাত্কালে জুলাই বিপ্লব, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুয়া তথ্য প্রচারের বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
দুবাইয়ে
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণ : সংযুক্ত
আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগদানের আমন্ত্রণ
পেয়েছেন ড. ইউনূস। দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে
মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম বুধবার এ আমন্ত্রণ জানান। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড
গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হবে।