Logo
Logo
×

জাতীয়

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহবায়ক সোহেল, সদস্য সচিব মাসুদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহবায়ক সোহেল, সদস্য সচিব মাসুদ

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হয়েছেন মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। আর সদস্য সচিব হয়েছেন ঢাকার সরকারি মাদ্রাসা ই আলিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-২) এর মো. নওসের আলী সদস্য (অর্থ) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাবিজ উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ঢাকা কলেজের অডিটোরিয়ামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাডার সদস্যদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম