Logo
Logo
×

জাতীয়

জেনেভা ক্যাম্পের আরেক শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

জেনেভা ক্যাম্পের আরেক শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব-২। 

বুধবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানার ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে চুয়া সেলিম গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। এর চার মাস পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে র‌্যাবের হাতে ধরা পড়েন তিনি। জেনেভা ক্যাম্পের কোটি টাকার মাদক কারবারের দখল নিয়ে বহুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে দেশের অস্থিরতার সময় গেল জুলাই থেকে লাগাতার সংঘর্ষে জড়িয়েছে সেখানকার দুটি মাদক ব্যবসায়ী পক্ষ। তাতে কয়েক মাসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। 

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু জানান, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ত্রাস সৃষ্টিকারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়েছে। চুয়া সেলিম হাসপাতালে ভর্তি ছিলেন, চিকিৎসক ছাড়পত্র দিলে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি জানান, গ্রেফতার চুয়া সেলিমের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বিভিন্ন আইনে ৩৫টি মামলা রয়েছে। গ্রেফতার সেলিমকে আইনগত প্রক্রিয়া শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম