Logo
Logo
×

জাতীয়

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক সিইসি আবদুর রউফ

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক সিইসি আবদুর রউফ

হৃদযন্ত্রের জটিলতায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ। 

রোববার সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে প্রবীণ এই সাবেক বিচারপতির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী যুগান্তরকে জানান, আজ বিকাল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে আবদুর রউফ স্যারের হার্টে অপারেশন করা হয়েছে। কিন্তু হার্ট রেট কম থাকায় হার্টে পেসমেকার বসানো হয়েছে। 

প্রসঙ্গত, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম