
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৭ এএম
দুই ঘণ্টা কমল সিএনজি স্টেশন বন্ধের সময়

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম

আরও পড়ুন
১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার এক বার্তায় পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, সিএনজি স্টেশনসমূহে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল দুই ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুন:নির্ধারণ করা হলো। যা আগামীকাল থেকে কার্যকর হবে।