Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে ৩০ দিনে ৮৫ মৃত্যু আক্রান্ত ৯৬৬১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

ডেঙ্গুতে ৩০ দিনে ৮৫ মৃত্যু আক্রান্ত ৯৬৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃতু্য হয়েছে। নতুন করে আরও ১১৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগের দিন রোববার ডেঙ্গুতে দুজনের মৃতু্য এবং ১৪৮ জন আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে ডিসেম্বর মাসের ৩০ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৮৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৬১  জন। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতু্যর সংখ্যা দাঁড়াল ৫৭৩ জনে এবং মোট আক্রান্ত হলো এক লাখ এক হাজার ১৩০ জন। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিত্সাধীন আছেন ৬৫৫ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি  ২৭১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৩৮৪ জন।

অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪১ জন। এই নিয়ে এ  বছরে ডেঙ্গুতে মোট ৯৯ হাজার ৯০২ জন  ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম