Logo
Logo
×

জাতীয়

‘বুলবুল আজীবন সম্মাননা পদকে’ মনোনীত ড. সোমা মুমতাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

‘বুলবুল আজীবন সম্মাননা পদকে’ মনোনীত ড. সোমা মুমতাজ

এ বছর ‘বুলবুল আজীবন সম্মাননা পদকে’র জন্য মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতাজ। আগামী ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হবে। 

খ্যাতিমান নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ১০৬তম জন্মদিন আসছে ১ জানুয়ারি। কালজয়ী এই নৃত্যশিল্পী বাংলাদেশের নৃত্য জগতের পথিকৃৎ। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা প্রতিবছর গুণী এই শিল্পস্রষ্টার জন্মোৎসব উদযাপন উপলক্ষে প্রতিবছরই একজন বিশিষ্ট নৃত্যব্যক্তিত্বকে ‘বুলবুল আজীবন সম্মাননা পদকে’ সম্মানিত করে থাকে। 

সংস্থাটি জানায়, ‘বুলবুল জন্মোৎসব ২০২৫’ উপলক্ষে ড. সোমা মুমতাজকে এ বছর ‘বুলবুল আজীবন সম্মাননা পদকে’ সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওইদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা ও নৃত্যানুষ্ঠানে পদকটি প্রদান করা হবে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম