Logo
Logo
×

জাতীয়

পরিবারকল্যাণ পরিদর্শিকা

ফের মৌখিক পরীক্ষা নিয়ে ৩ মাসে ফল প্রকাশের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

ফের মৌখিক পরীক্ষা নিয়ে ৩ মাসে ফল প্রকাশের নির্দেশ

ছবি: বাসস

পরিবারকল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি পদে প্রশিক্ষণার্থী মনোনয়নে নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ৩ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেন। পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী মনোনয়নপ্রক্রিয়া বাতিলসংক্রান্ত ১৪ জানুয়ারির বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে পৃথক ৪টি রিট করেন কয়েক প্রার্থী। প্রাথমিক শুনানি নিয়ে বিভিন্ন সময়ে হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল নিষ্পত্তি করে রোববার রায় দেন আদালত।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া, জ্যোতির্ময় বড়ুয়া ও সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর ২০২০ সালের ১০ মার্চ পরিবারকল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। গত বছরের ১১ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৬২১ জন উত্তীর্ণ হন। এরপর গত বছরের ২৫ মে থেকে গত ১৮ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্বাচিতদের ১৮ মাসের প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওই পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে।

চলতি বছরের ১৪ জানুয়ারি মনোনয়ন প্রক্রিয়া বাতিল করে বিজ্ঞপ্তি দেয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা যথা শিগগির সম্ভব পুনরায় নেওয়া হবে। এ অবস্থায় ওই বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে পৃথক চারটি রিট করেন কয়েক প্রার্থী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম