Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি

সম্পর্ককে অন্য উচ্চতায় নিতে ভিসা অব্যাহতি চুক্তি করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর। এ ছাড়া অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করেছে দুই দেশ।

ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার উপস্থিতিতে এ চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়।

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূর্ব তিমুরের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন।

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত স্মারকে সই করেন।

তিন দিনের সফরে শনিবার রাতে ঢাকায় এসেছেন প্রেসিডেন্ট হোর্তা।

রোববার পূর্ব তিমুরের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক ও প্রতিনিধিদলের আলোচনায় অংশ নেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম