Logo
Logo
×

জাতীয়

শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে হেলাল হাফিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে হেলাল হাফিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কবি হেলাল হাফিজ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩ টার দিকে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। 

কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বেলা ১১ টার দিকে বাংলা একাডেমিতে কবির প্রথম জানাজা ও পরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন কবির আত্মীয়-স্বজন ও ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা। 

কবির জানাজায় উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, মাত্র অল্প কিছু কবিতা দিয়েই হেলাল হাফিজ বাংলাভাষার উল্লেখযোগ্য কবিদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। তার অবদান জাতি সবসময় স্মরণ করবে।

কবির বড়ভাই দুলাল এ হাফিজ জানিয়েছেন, কবির মরদেহ গ্রামের বাড়ি নেত্রকোনায় নেওয়া হবে না।

শুক্রবার দুপুরে শাহবাগের সুপার হোম নামে একটি হোস্টেলে ওয়াশরুমে পড়ে মাথায় আঘাত পান হেলাল হাফিজ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম