Logo
Logo
×

জাতীয়

সীমান্তে ড্রোন মোতায়েন নিয়ে ভারতীয় মিডিয়ার খবর মিথ্যা: প্রেস উইং

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

সীমান্তে ড্রোন মোতায়েন নিয়ে ভারতীয় মিডিয়ার খবর মিথ্যা: প্রেস উইং

পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে বাংলাদেশের পক্ষ থেকে তুর্কি ড্রোন মোতায়েন করা হয়েছে দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে সেটি ভুয়া। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।   

প্রেস উইংয়ের ভেরিফায়েড ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজে বলা হয়, ‘এটা মিথ্যা ও বানোয়াট খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন- ‘বাংলাদেশ তাদের নিয়মিত কার্যক্রম ছাড়া, দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। ’এই সংবাদটি বাংলাদেশের বিরুদ্ধে একটি অর্চেস্ট্রেটেড অভিযানের অংশ।’

এর আগে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত। প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বলা হয়, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (আইডিআরডব্লিউ) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে ১২টি বায়রাকতার টিবি ২ ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম