ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টি হবে কবে?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:০৮ এএম
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ঢাকা ও এর আশপাশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।