শহিদুল আলমের মুক্তি চান অরুন্ধতীসহ পাঁচ বিশ্ববরেণ্য লেখক

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৯ পিএম

আলোকচিত্রী শহিদুল আলম। ছবি: সংগৃহীত
আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়েছেন ভারতীয় লেখক অরুন্ধতী রায় ও যুক্তরাষ্ট্রের লেখক নোয়াম চমস্কিসহ বিশ্বের পাঁচজন বরেণ্য লেখক। শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, অবিলম্বে শহিদুল আলমের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
অন্য লেখকরা হলেন- কানাডার সমাজকর্মী, চলচ্চিত্র নির্মাতা ও লেখক নোয়মি ক্লেম, যুক্তরাষ্ট্রের ছোটগল্প লেখক ও অভিনেতা ইভএন্সেলার এবং ভারতের ইতিহাসবিদ বিজয় প্রসাদ।
এর আগে ড. অমর্ত্য সেনসহ ১১ জন নোবেল বিজয়ী শহিদুল আলমের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন।