টানা দরপতনে শেয়ারবাজার। রোববারও ডিএসইতে ২২৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিন শেষে ডিএসইর সূচক কমেছে ৫১ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে দুই হাজার কোটি টাকা। একইভাবে লেনদেন আগের দিনের চেয়ে ৬১ কোটি টাকা কমে ৩০২ কোটি টাকায় নেমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, বাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট এখনো কাটেনি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে রোববার ৩৯২টি কোম্পানির ১১ কোটি ২০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩০২ কোটি পাঁচ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১১০টি কোম্পানির শেয়ারের, কমেছে ২২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৫ হাজার
১৪৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে নেমে
এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার
মূলধন আগের দিনের চেয়ে কমে ছয় লাখ ৬০ হাজার টাকায় নেমে এসেছে।
শীর্ষ
দশ কোম্পানি : রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে
সেগুলো হলো এনআরবি ব্যাংক, তেৌফিকা ফুড,
ফাইন ফুডস, জেনেক্স ইনফোসিস, বীচ হ্যাচারি, বেক্সিমকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ,
স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেম এবং সোনালি আঁশ। যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি
বেড়েছে সেগুলো হলো, ডরিন পাওয়ার, ভিএএমএল
বিডি মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ১ মিউচুয়াল ফান্ড, জেনেক্স ইনফোসিস, আলহাজ টেক্সটাইল,
আমান কটন, এনআরবি ব্যাংক, জনতা ইন্সু্যরেন্স, ক্রিস্টাল ইন্সু্যরেন্স এবং অগ্নি সিস্টেম।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো
এনার্জি প্যাক পাওয়ার, গে্লাবাল হেভি কেমিক্যাল, স্কয়ার টেক্সটাইল, ফিনিক্স
ফাইন্যান্স, বিডি ওয়েল্ডিং, তমিজউদ্দিন টেক্সটাইল, নিউলাইন, বিডি ফাইন্যান্স, জাহিন
টেক্সটাইল এবং উসমানিয়া গ্লাস।