Logo
Logo
×

জাতীয়

জয়ের যে দাবিকে অপপ্রচার বললেন নিউ এজ সম্পাদক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

জয়ের যে দাবিকে অপপ্রচার বললেন নিউ এজ সম্পাদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ফেসবুক পোস্টে করা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। সেই সঙ্গে একে একটি অযৌক্তিক এবং অসত্য প্রচারণা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। 

শনিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন নুরুল কবির।

গত ১৬ নভেম্বর জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে দাবি করা হয় যে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে চাপ দিয়ে একটি সংবাদ সরিয়ে ফেলতে বাধ্য করেছে। 

ওই পোস্টে উল্লেখ করা হয়, নিউ এজ ১৬ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছিল যে, বর্তমান সরকারের প্রথম ৫২ দিনে ৮ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং সেই প্রতিবেদনটি চাপের মুখে সরিয়ে নেওয়া হয়েছে।

জয়ের এ অভিযোগের জবাবে নিউ এজ সম্পাদক তার ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানিয়েছেন, ‘এটি একটি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ। কোনো সরকারি সংস্থা আমাকে বা নিউ এজ-কে এই প্রতিবেদন সরানোর নির্দেশ দেয়নি এবং আমরা খবরটি সরাইওনি’।


নুরুল কবির আরও বলেন, ‘মি. সজিব ওয়াজেদ জয় হয়তো জানেন না বা জানার চেষ্টা করেননি যে, এমনকি ড. ইউনূসের প্রশাসন যদি আমাদের কাছ থেকে খবর সরানোর অনুরোধ করতও, তবু আমরা তা করতাম না। নিউ এজ সব সময় স্বাধীন সাংবাদিকতার জন্য পরিচিত এবং আমরা কোনো সরকারের কাছে মাথা নত করিনি। এমনকি তার মায়ের সরকারের সময়ও নয়’।

নিউ এজ সম্পাদক আরও বলেন, ‘আমাদের পত্রিকা সব সময় নীতি ও পেশাগত সততার জন্য প্রচুর মূল্য দিয়েছে। অতীতের কোনো সরকারই আমাদের এই সততা থেকে বিচ্যুত করতে পারেনি। সুতরাং জয়ের এই দাবি একটি অযৌক্তিক এবং অসত্য প্রচারণা ছাড়া কিছু নয়’।

এমন মন্তব্যের পর নিউ এজ এবং এর সম্পাদক নুরুল কবিরের স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা আরও একবার আলোচনায় উঠে এসেছে। এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গেও নতুন করে দৃষ্টিপাত করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম