Logo
Logo
×

জাতীয়

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অফিস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৪ এএম

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অফিস

আজ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে নভেম্বরের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

শুক্রবার (২২ নভেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।

বাংলাদেশের এই আবহাওয়াবিদ জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আর এই বৃষ্টির উপলক্ষ্য একটি লঘুচাপ কিংবা নিম্নচাপ। এমনকি সেই নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও। 

পলাশ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘুর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এই সপ্তাহে যা ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর। 

তিনি জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আপাতত ভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই ঘূর্ণিঝড়ের প্রভাবে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিসের দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রা। লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বৃদ্ধি পাবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম