‘রেলপথ নৌপথ সড়কপথের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে’
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৫:১২ পিএম
দেশে রেলপথ নৌপথ আর সড়কপথে প্রয়োজন ছাড়া কী কী অসঙ্গতিপূর্ণ কাজ করা হয়েছে এবং নানারকম প্রকল্পসহ মেগা প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়েছিল, যেগুলোর আদৌ কোনো প্রয়োজন ছিল কী না। হয়ে থাকলেও সেখানে কী ধরনের অনিয়ম হয়েছে আমরা খতিয়ে দেখছি এবং চিহ্নিত করছি।
এমনটিই বলেছেন অন্তর্বর্তী সরকারের রেলপথ জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনে যেসব প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছিল সেগুলো সংস্কার বা নির্মাণ করা হবে।
শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন রেলপথ জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা।
তিনি আরও বলেন, ব্রিটিশ আমলের ৪ লাইনের শ্রেষ্ঠ রেলওয়ে জংশন উত্তরাঞ্চলের পার্বতীপুর। অথচ দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন হয়নি রেলস্টেশনসহ অন্যান্য স্থাপনাগুলোতে।
উপদেষ্টা কারখানা পরিদর্শন শেষে সি এক্সের মিলনায়তনে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন। দুপুরের পর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যাত্রা করেন। সেখানে রেলওয়ে কারখানা পরিদশন করে আগস্ট বিপ্লবে একজন শহিদের কবর জিয়ারতে অংশ নেন।
উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন- তার একান্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের ডিজি, এডিজি, পশ্চিম রেলওয়ের জিএম, দিনাজপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকে।