Logo
Logo
×

জাতীয়

বিএনপি ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মারুফ কামাল খান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৫ এএম

বিএনপি ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মারুফ কামাল খান

দীর্ঘ ১৫ বছর ‘রাজত্ব’ করা আওয়ামী লীগের পতনের পর ইউনূস সরকারের যাত্রার শুরুটা ছিল কঠিন। পরিবর্তিত দৃশ্যপটে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছে বিএনপি। পাশাপাশি সুবিধা পেয়েছে জামায়াতে ইসলামীও। 

অপরদিকে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের পাশাপাশি তাদের জোটসঙ্গী অনেকে বিপদে পড়েছেন। দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটভুক্ত ওয়ার্কার্স পার্টি ও জাসদের শীর্ষ নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আছেন।

এদিকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে আমার নিজের ও দলের এবং গণতন্ত্রের পক্ষের শক্তির মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। সেই উপলব্ধিকে ধারণ করে, আমরা সব নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব।

১৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘আজ আমাদের সামনে সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। আমরা যেন এই সুযোগ হেলায় না হারাই।

উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কথা বলেছেন সাংবাদিক, লেখক ও বিশ্লেষক মারুফ কামাল খান।  শনিবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ইতিহাস কখনো একটি রাজনৈতিক শক্তিকে তার প্রতিদ্বন্দ্বী নির্ধারণের সামর্থ ও ক্ষমতা অর্পণ করে। এখন বিএনপি সেই সুযোগ পেয়েছে। এ ক্ষমতার সদ্ব্যবহারের ওপরেই নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ।’

তার এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে সামাজিকযোগাযোগ ব্যবহারকারীরা অনেক কথা লিখেছেন।  কেউ লিখেছেন- দল ক্ষমতায় এখনো আসে নাই, কিন্তু কমবেশি প্রতিটি এলাকাতেই নেতাদের কর্মকাণ্ড ইতিমধ্যে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, স্বৈরাচার যা করে গেছে বিএনপি যদি এ শিক্ষা না নেয় পরিণতি শুভ হবে না, আশা করি হাইকমান্ড দ্রত পর্যালোচনা করে কার্যকর পদক্ষেপ নেবে।  

আরেকজন লিখেছেন- ভাই, ৩১ দফা পড়তে গিয়ে দফারফা। এটা নিয়ে পাঁচ তারকা হোটেলে সেমিনার হয় অথচ অধিকাংশ বাক্যগঠন ভুল। চলমান বাক্যে একবার হবে আরেকবার হইবে লেখা দেখে সন্দেহ করি হরদম কপি-পেস্ট হয়েছে। ৫ আগস্টের পরবর্তী বাস্তবতার সঙ্গে ৩১ দফাকে ফিট ইন করানোর কোনো উদ্যোগও নেওয়া হয়নি। দায়িত্বশীলরা দায়সারা ফর্মুলা থেকে বের হতে পারেননি বলেই মনে হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম