Logo
Logo
×

জাতীয়

রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান জামিল, কোষাধ্যক্ষ আমিনুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান জামিল, কোষাধ্যক্ষ আমিনুল

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ। এছাড়া সংস্থাটির কোষাধ্যক্ষ হয়েছেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম। 

বৃহস্পতিবার সংস্থার ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্তে তাদের সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব দেওয়া হয়।

ড. জামিল দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউএসএআইডি-এর বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসাবে, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন- ইউএসএ, ওয়াটার এইড, একশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পরিচালক পদে কাজ করেছেন। 

এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সিনিয়র ইংরেজি সংবাদ উপস্থাপক জামিল আহমেদ রাষ্ট্রপতির জাতীয় প্যারেড ও রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে ধারাভাষ্যকার হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন বিশিষ্ট কর আইনজীবী এবং সমাজকর্মী। 

কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় নেতৃত্বস্থানীয় পদে দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম