Logo
Logo
×

জাতীয়

আলোচনা সভায় বক্তারা

হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে

হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সবার সচেতনতা প্রয়োজন। সবার সহযোগিতায় এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। হিজড়া জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার বিষয়ে সামাজিক প্রেক্ষাপট ও বাধাগুলো নিয়েও আলোচনা করেন তারা। 

হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন আলোচনাতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডিরেক্টর অপারেশন ডা. নিয়াজ মোহাম্মদ চৌধুরী, পিএসটিসির হেড অব প্র্রোগ্রামস ডা. মো. মাহবুবুল আলম, প্রথম আলোর সহকারী সম্পাদক পার্থ এস সাহা, ডেইলি অবজারভারের সিনিয়র করেসপনডেন্ট মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, সংবাদ মাধ্যম কর্মীদেরকে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার রোধে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে, একই সঙ্গে এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রতিনিয়ত সমন্বিত চেষ্টা অব্যাহত রাখতে হবে। 

এ ছাড়া হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরাও তাদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। 

তারা বলেন, সমাজের আর দশটা মানুষ যেভাবে কাজ করে আমরাও সেভাবে কাজ করতে চাই। হিজড়া হয়েছি বলে কি আমি মৌলিক অধিকার পাব না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম