Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

সার আমদানির এলসি মার্জিন শিথিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:০৭ এএম

সার আমদানির এলসি মার্জিন শিথিল

মাঠ পর্যায়ে কৃষকের কাছে সারের সরবরাহ নিশ্চিত করতে আমদানির পদ্ধতি আরও সহজ করা হয়েছে। সার আমদানির এলসি মার্জিন শিথিল করা হয়েছে। এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সার আমদানিতে ন্যূনতম মার্জিন দিয়ে এলসি খোলা যাবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে সার আমদানির এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। 

সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সার আমদানির এলসি খোলা কিছুটা কমে যায়। কারণ আগে যারা সার আমদানি করতেন তাদের বেশিরভাগই ছিল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সরকারের পতন হলে তারা পালিয়ে যান। যে কারণ এখন সার আমদানির এলসি খোলা বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য সার আমদানি সহজ করতে নতুন ও ছোট আমদানিকারকদের উৎসাহিত করতে এলসি মার্জিন শিথিল করা হয়েছে। ফলে সার আমদানি বাড়ানো সম্ভব হবে। এতে চলতি মৌসুমে মাঠ পর্যায়ে সারের সরবরাহ বাড়বে। 

সার্কুলারে বলা হয়, সার আমদানিতে এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। একই সঙ্গে সার আমদানির এলসি খোলার বিষয়টি ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কৃষি উৎপাদনের ক্ষেত্রে সারের গুরুত্ব¡ বিবেচনায় এর মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে। 

সূত্র জানায়, আগে সার আমদানির ক্ষেত্রে উদ্যোক্তাদেরকে কমপক্ষে ৩০ শতাংশ মার্জিন দিতে হতো। এখন নীতিমালা শিথিল করার কারণে ২ থেকে ৫ শতাংশ মার্জিন দিয়েই এলসি খোলা যাবে। কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহক ভেদে সর্বোচ্চ ১০ শতাংশ জামিন আরোপ করে। অর্থাৎ ১০০ কোটি টাকার এলসি খোলা হলে ১০ কোটি টাকা উদ্যোক্তাকে দিতে হবে। বাকি ৯০ কোটি টাকা ঋণ হিসাবে উদ্যোক্তাকে দেবে ব্যাংক। এতে সার আমদানির এলসি খুলতে উদ্যোক্তার নগদ টাকা কম লাগবে। ফলে উদ্যোক্তারা এলসি খুলতে উৎসাহিত হবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম