Logo
Logo
×

জাতীয়

৬২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি সার্ভিস চালু

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:৫২ এএম

৬২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি সার্ভিস চালু

টানা ৬২ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি সার্ভিস চালু হয়েছে। নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে গত ৮ নভেম্বর শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দিলে দুপুর সাড়ে ১২টার দিকে আরিচা থেকে ফেরি ধানসিঁড়ি, চিত্রা, শাহ আলী ও ফেরি খানজাহান আলী পৃথকভাবে ১৩টি যানবাহন বোঝাই করে কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ পুনরায় ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

শুক্রবার রাত ১১টার দিকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। 

সূত্রমতে, নৌপথের আরিচা ঘাটের কাছে যমুনায় প্রায় আড়াই কিলোমিটার নৌপথে সৃষ্ট ডুবোচরের কারণে উভয়প্রান্তে আটকা পড়ে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক। ঘাট এলাকায় দীর্ঘসময় অপেক্ষা থাকায় বিপাকে পড়তে হয় যানবাহন শ্রমিকদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে আরিচা চ্যানেলে ডুবোচরের কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 

ফেরি চলাচল চ্যানেলে নাব্য নিশ্চিত হওয়ায় তারা ফেরি চলাচলের অনুমতি দেওয়ার পর কাজীরহাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি ধানসিঁড়ি।  

ঘাট কর্তৃপক্ষ জানায়, ২০০১ সালে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হলে স্থবির হয়ে পড়ে আরিচা ফেরি ঘাট। দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পুনরায় চালু হয় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম