Logo
Logo
×

জাতীয়

সুন্দরবনে জাহাজে অসুস্থ হয়ে পড়া শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

সুন্দরবনে জাহাজে অসুস্থ হয়ে পড়া শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় এমডি উৎসব নামে একটি জাহাজে ৬ মাসের এক শিশু অসুস্থ হয়ে পড়ে। আশপাশে কোনো হাসপাতাল না থাকায় বিষয়টি জানিয়ে কোস্ট গার্ডকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি মেডিকেল দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে।

সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭ নভেম্বর ৫০ জনের একটি পর্যটক দল এমভি উৎসব নামক জাহাজে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যান। রাত আনুমানিক সাড়ে ১১টায়  সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় পৌঁছাতেই একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়। যার বয়স মাত্র ছয় মাস (শিশু)। কটকা থেকে মোংলা অথবা খুলনার দূরত্ব আনুমানিক ৮৬ কিলোমিটার, যা প্রায় নয় ঘণ্টার দূরত্বে অবস্থিত। তাছাড়া, পর্যটন জাহাজগুলোর চলাচলের গতি নিতান্তই সীমিত। কাছাকাছি দূরত্বে জনবসতির চিহ্ন মাত্র নেই, জাহাজের মধ্যে কোনো ডাক্তার নেই, টেলিযোগাযোগের একমাত্র অবলম্বন টেলিটকের একটি মাত্র ফোন।

তিনি আরও জানান, জাহাজে উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড সদর দপ্তরকে জানান। বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড সদরদপ্তর কার্যকরী পদক্ষেপ নিতে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড পশ্চিম জোনকে নির্দেশনা দেয়।

বিষয়টি জানা মাত্রই কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সার্জন লে. মোহাম্মদ রায়হানুল জান্নাহের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল দল অনতিবিলম্বে জরুরি চিকিৎসা সরঞ্জামসহ হাই স্পিড বোটে কটকার উদ্দেশ্যে রওনা হয়। উদ্ধারকারী দলটি ৮৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে সুন্দরবনের দুর্গমতম স্থানে অত্যন্ত কম সময়ের মধ্যে পর্যটক জাহাজ এম ভি উৎসবের কাছে পৌঁছায়।

তিনি জানান, দলটি অসুস্থ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে কোস্ট গার্ডের দলটি মেডিকেল ইভ্যাকুয়েশন সম্পন্ন করে বোটযোগে অত্যন্ত দ্রুততার সঙ্গে মোংলা বেইস-এ স্থানান্তর করে। এরপর কোস্ট গার্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য খুলনায় বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করা হয়। যার ফলে ওই ভ্রমণকারী জাহাজে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম