Logo
Logo
×

জাতীয়

চরের উন্নয়নে নজর দিতে হবে: উপদেষ্টা হাসান আরিফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

চরের উন্নয়নে নজর দিতে হবে: উপদেষ্টা হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, জুলাই আন্দোলনে প্রায় ২ হাজার মানুষ শহিদ হয়েছেন বৈষম্য দূর করার জন্যই। সেই চেতনা ধারণ করে দেশ থেকে বৈষম্য দূর করতে হলে চরের উন্নয়নের দিকে নজর দিতে হবে। কেননা চরের মানুষ এখনো অনেক পিছিয়ে আছেন। 

চরের উন্নয়ন মানেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অংশ। রোববার দ্য মেকিং মেকারস ওয়ার্ক ফর দ্য চরস (এম ফোর সি) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং সুইস কন্ট্রাক্ট যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। 

অনুষ্ঠানে বত্তৃদ্ধতা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি, প্রকল্প পরিচালক আব্দুল মজিদ প্রামাণিক, সুইস কন্ট্রাক্টের টিম লিডার আব্দুল আউয়াল প্রমুখ।   

উপদেষ্টা হাসান আরিফ আরও বলেন, দেশের চরগুলোতে প্রচুর জমি আছে। এর মাত্র ২৫ শতাংশ চাষাবাদ হচ্ছে। বাকি ৭৫ শতাংশ জমিতে ফসল চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটি সরকার এবং সুইস দূতাবাসের অর্থায়নে ২০১২ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে। এটি শেষ হয়ে গেলেও এর কার্যক্রম চলমান থাকবে আরডিএ’র মাধ্যমে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম