ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের ৮ দফা দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
ডিপ্লোমা চিকিৎসক পদ ঘোষণাসহ ৮ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে দাবিগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবুল কালাম আজাদ ভূঁইয়া বলেন, দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানের রেগুলেটরি কাঠামোতে ডিপ্লোমা চিকিৎসকদের থেকে কমপক্ষে ৫ জনপ্রতিনিধি রাখা প্রয়োজন। ডিপ্লোমা চিকিৎসকরা ডিএমডিসি থেকে নিবন্ধিত হলেও বিএমডিসির আইনি রেগুলেটরি বডিতে ডিপ্লোমাধারীদের কোনো প্রতিনিধি নেই। এটা বেআইনি। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এসএম মনিরুল ইসলাম সাদাফ উপস্থিত ছিলেন।
তাদের দাবিগুলো হলো- ডিএমএফ ডিপ্লোমা চিকিৎসকদের টাইটেল বা উপাধি ডিপ্লোমা চিকিৎসক ঘোষণা, ম্যাটস ডিএমএফ ডিপ্লোমাত্তোর উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া, কমিউনিটি ক্লিনিক ও সরকারি-বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে ডিএমএফ ডিপ্লোমা ডিগ্রীধারীদের জন্য নতুন পদ সৃষ্টি, ডিপ্লোমা ডিগ্রিধারী চিকিৎসক-উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের এন্ট্রি পদে ১০ম গ্রেড ও পদোন্নতিতে প্রথম শ্রেণির মেডিকেল অফিসার পদবি দ্রুত বাস্তবায়ন, ইন্টার্নশিপ চালু করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ আইন নামে নতুন বোর্ড গঠন, বিএমডিসির ওয়েবসাইটে ডিএমএফ ডিপ্লোমা চিকিৎসকদের পেশাভিত্তিক পরিচিতি, ‘রেজিস্টার্ড ডিএমএফ প্রাক্টিশনার’ হিসাবে লিপিবদ্ধ করা, সরকারি ও বেসরকারি ম্যাটসের পাঁচজন প্রিন্সিপালকে বিএমডিসির রেগুলেটরি বডিতে সদস্যপদ দেওয়া এবং প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রেগুলেটরি বডিতে ডিপ্লোমা ডিগ্রিধারী চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা।