বর্তমান সংবিধান এক ব্যক্তি ও পরিবারের দলিল: মাহমুদুর রহমান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
বর্তমান সংবিধান বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে জনগণকে কোনোকিছু দিতে পারেনি। এটি এক পরিবার ও এক ব্যক্তির দলিলে পরিণত করা হয়েছে। তাই এই সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরামের উদ্যোগে ‘সংবিধান অনুলিখন না সংশোধন’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
৫৩ বছরে এই সংবিধান আমাদের কি দিয়েছে প্রশ্ন ছুড়ে দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় মাহমুদুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমানের বাকশাল দিয়েছে। অন্যের অধিকারকে হরণ করেছে। ওয়েস্ট মিনিস্টার স্টাইলে দেশের গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করেছে।
এ সময় তিনি জোর দিয়ে বলেন, এই সংবিধান ছিঁড়ে ফেলে নতুন সংবিধান লিখতে হবে। বর্তমান সংবিধান শেখ হাসিনার গার্মেন্ট। সরাসরি প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। ড. মুহাম্মদ ইউনূস সেই সরকারের প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা থাকবেন।
বিচারপতি এএফএম আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদন রেজা, আয়োজক সংগঠনের চেয়ারম্যান আদুল্লাহিল মাসুদ প্রমুখ।