Logo
Logo
×

জাতীয়

কাদেরসহ আওয়ামী লীগের ৩৪৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

কাদেরসহ আওয়ামী লীগের ৩৪৯ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আব্দুল্লাহ বাবু গুলিবিদ্ধ হয়ে চোখের দৃষ্টি হারানোর ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালসহ ৮৪ জনকে আসামি করে মামলা হয়েছে। 

বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ বাদী হয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার এ মামলা করেন। বারিক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ার ইজ্জত আলীর ছেলে। 

এ ছাড়া চট্টগ্রামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২৬৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর

গৌরীপুর (ময়মনসিংহ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন, র‌্যাবের সাবেক মহাপরিদর্শক পরিচালক মো. খোরশীদ হোসেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহি, ঢাকার দক্ষিণ মহানগরের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, টুটুল, রফিকুল ইসলাম, মশিউর রহমান সজল, মইন উদ্দিন, রাগিব আহসানসহ (সিটি টোল) ৮৪ জন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই যাত্রাবাড়ী গোলাপবাগে চলছিল কোটাবিরোধী আন্দোলন। মিছিলের সামনে ছিলেন মো. আব্দুল্লাহ বাবু। হঠাৎ একটি বাসার ভেতর থেকে বেরিয়ে এসেই পুলিশ সরাসরি রাবার বুলেট ছুটতে থাকে। তার চোখ, মুখ-নাকেও গুলিবিদ্ধ হন। বাবু থাকেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায়। 

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, গুলিবর্ষণসহ একাধিক অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৬৫ জনের নামে চট্টগ্রামে একটি মামলা হয়েছে। সোমবার রাতে নগরীর সদরঘাট থানায় মামলাটি করেন লোহাগাড়ার বাসিন্দা মোমেন হোসেন জয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান। 

মামলায় অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও নারী শিক্ষার্থীদের গণধর্ষণের হুমকির অভিযোগ আনা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম