Logo
Logo
×

জাতীয়

সিলেট গ্যাস ফিল্ড

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আরও ৮০ লাখ ঘনফুট গ্যাস

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৪২ এএম

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আরও ৮০ লাখ ঘনফুট গ্যাস

সিলেট গ্যাস ফিল্ডের সাত নম্বর গ্যাস কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৮০ লাখ ঘনফুট গ্যাস। সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ৭ নম্বর কূপ থেকে আজ নতুন করে আরও সাড়ে ৮০ লাখ ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যাচ্ছে। এর আগে ২২ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর তেলের পুরোনো কূপ (সিলেট-৭নং কূপ) সংস্কার করতে গিয়ে দুই স্তরে নতুন গ্যাসের স্তরের সন্ধান পাওয়া যায়। দুদফায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এক হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত হয় সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, পুরাতন গ্যাসকূপ সিলেট-৭ নম্বরে জুলাই মাস থেকে অনুসন্ধান চলে।

গত ১৪ অক্টোবর কূপের ২০১০ মিটার গভীরে পরীক্ষা-নিরীক্ষা করে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মেলে। এরপর ২২ অক্টোবর ওই কূপের ১২০০ মিটার গভীরে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই টেস্ট হিসাবে এক সপ্তাহ গ্যাস উত্তোলন করা হয়। পরবর্তীতে ওই কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করার জন্য প্রস্তুত করা হয়। প্রতিদিন সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলেও জানান কর্মকর্তারা। 

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) প্রকল্প পরিচালক ও ডিজিএম আবদুল জলিল প্রামাণিক বলেন, হরিপুর ৭নং কূপ সংস্কার করতে গিয়ে গত ২২ অক্টোবর ১২০০ মিটার গভীরে আরও সাড়ে ৮০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম