রিমান্ডে অসুস্থ
আবার ঢামেক হাসপাতালে সাবেক নৌপরিবহণ মন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
ফাইল ছবি
সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান রিমান্ডে থাকাকালে অসুস্থ হয়ে পড়ায় আবারো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ বোধ করছেন বলে জানা গেছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। যাত্রাবাড়ী থানার একটি মামলায় চারদিনের রিমান্ডে ছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিত্সকের বরাত দিয়ে বলেন, শাজাহান খানকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের চিকিত্সক তৌকির আহামেদ বলেন, শাজাহান খানের ইসিজি করা হয়েছে। তার উচ্চ রক্তচাপ বেশি। এমনিতেই তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি কার্যালয়ে শাজাহান খান অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে সিসিইউতে চিকিত্সাধীন আছেন। ২ নভেম্বর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল।