Logo
Logo
×

জাতীয়

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল মহাসচিব মাজহারুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল মহাসচিব মাজহারুল

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল মহাসচিব মাজহারুল

অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম এবং মহাসচিব হয়েছেন মাজহারুল ইসলাম। 

গত বুধবার (৩০ অক্টোবর) অনলাইন প্লাটফর্মে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ কার্যক্রম চলে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে অনলাইন ভোট গ্রহণ প্রক্রিয়াটি পুরো সময় লাইভ দেখানো হয়। 

৬৪ জেলার ২ হাজার ১৮৫ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন।  ৯৪ শতাংশ ভোটার তথা ২ হাজার ৩৫ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন। এতে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে খুলনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কুষ্টিয়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে মোট ১৬টি পদে ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সদস্য হিসেবে মো. শামসুল হক সোহাগসহ ১৭ জন নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তী নির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন গালিব ও মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ এ সময়ে উপস্থিত ছিলেন। বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি আমিরুল ইসলাম বলেন, দীর্ঘ ২৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচন সফল করার জন্য সিনিয়র স্যার ও নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি এবং সারা দেশের সব বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিচার বিভাগকে আধুনিক ও যুগোপযোগী করে বিচার প্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই। তাছাড়া সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের কর্মপরিবেশ উন্নয়নসহ সব বিচারকের ন্যায়সংগত অধিকার আদায়ে এসোসিয়েশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম