Logo
Logo
×

জাতীয়

পিএসসিতে আরও পাঁচ সদস্য নিয়োগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:০০ পিএম

পিএসসিতে আরও পাঁচ সদস্য নিয়োগ

সরকারি কর্ম কমিশনে (পিএসসির) পাঁচজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। এই সদস্যরা হলেন চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন এবং এ এস এম গোলাম হাফিজ। নতুন এই পাঁচজন সদস্য নিয়োগের মাধ্যমে পিএসসির সদস্যসংখ্যা হলো ৯। এর আগে নতুন চেয়ারম্যান ও চার সদস্য নিয়োগ পান।

পিএসসি নতুনভাবে গঠিত হয়েছে। নতুন চেয়ারম্যান আর নতুন চার সদস্য মিলে সদস্যসংখ্যা ছিল ৫। পিএসসির কোনো সিদ্ধান্ত বা সভা করতে গেলে ৬ সদস্যের কোরাম দরকার হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই শূন্যতা দ্রুতই পূরণ করা হবে বলে জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে আজ নতুন পাঁচ সদস্যের নিয়োগ হলো।

হাসিনা সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রধানেরা পদত্যাগ করেন, আবার কাউকে সরিয়েও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর পিএসসির ওই সময়ের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন। তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্যও ওই দিন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর পরদিন পিএসসির চেয়ারম্যান ও সভাপতি হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম