দুর্নীতির মামলায় জামিন পেলেন ডাকের সাবেক ডিজি শুধাংশু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০১:৫৮ এএম
১৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্র জামিন পেয়েছেন।
সোমবার আদালতে আÍসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চান তিনি। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জামিনের আদেশ দেন।
২০ আগস্ট প্রকল্পের ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা ক্ষতিসাধনের অভিযোগে বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও প্রকল্প পরিচালক শুধাংশু শেখর ভদ্র এবং ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৬ অক্টোবর দুদকের আবেদনের প্রেক্ষিতে এ মামলায় মোস্তাক আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ নামের প্রকল্পের বরাদ্দ করা টাকায় ৫০০টি এইচপি সার্ভার ও ইউপিএস ক্রয় করে তা ব্যবহার না করে সরকারি অর্থের ক্ষতিসাধন করেছেন।