Logo
Logo
×

জাতীয়

দুধ ও মাংসের বাজার ঠিক রাখতে খামারিদের সহযোগিতা চায় অ্যাসোসিয়েশন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০১:১৯ পিএম

দুধ ও মাংসের বাজার ঠিক রাখতে খামারিদের সহযোগিতা চায় অ্যাসোসিয়েশন

দুধ ও মাংসের বাজার স্থিতিশীল রাখা এবং সাশ্রয়ী মূল্যে যোগান দিতে খামারিদের সহযোগিতা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির নতুন কমিটি পরিচিতি অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

আলোচনায় জানানো হয়, ডেইরি ও ফ্যাটেনিং খামারগুলোর বিদ্যুৎ বিল প্রতি ইউনিট ৫ দশমিক ৪০ টাকা এবং গরুর ফার্মের পানি বিল প্রতি ইউনিট ১১ থেকে ১৪ টাকা হওয়ায় খামারিদের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খামারের বিদ্যুৎ ও পানির বিল কৃষির আওতায় আনার দাবি জানানো হয়।

এছাড়া গো-খাদ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধার ব্যবস্থা করাসহ মোট ৭ দফা দাবি জানানো হয়। খামারিদের আর্থিক সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম