Logo
Logo
×

জাতীয়

সাবেক মন্ত্রীসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম

সাবেক মন্ত্রীসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ ১২ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

নিষেধাজ্ঞার কয়েকটি আবেদন সূত্রে জানা যায়, এই ১২ জনের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। এছাড়া এই তালিকায় নাম এসেছে মন্নুজান সুফিয়ানসহ তার তিন আত্মীয়ের। তারা হলেন-শাহাবুদ্দিন আহমেদ, শামিমা সুলতানা হৃদয় ও এ এম ইয়াছিন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ঢাকা-১৩ আসনের সাবেক এমপি সাদেক খান ও তার স্ত্রী ফেরদৌসী খান।

এছাড়া নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানাকেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

এছাড়া পূর্বে দেওয়া দেশত্যাগে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ তার স্ত্রী-সন্তানকে। তারা হলেন- তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ ও তাদের সন্তান আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণব।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম