Logo
Logo
×

জাতীয়

আদালতে আব্দুর রাজ্জাক-ফারুক খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৩:১৩ পিএম

আদালতে আব্দুর রাজ্জাক-ফারুক খান

নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। পল্টন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।  

মঙ্গলবার আব্দুর রাজ্জাকের মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ এ রিমান্ড আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তার উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

অন্যদিকে ফারুক খানের মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাচান তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাককে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয় আরেক শীর্ষ নেতা ফারুক খানকে।

দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির কর্মী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম