Logo
Logo
×

জাতীয়

সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা, যা বললেন আলী রীয়াজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:১০ এএম

সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা, যা বললেন আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা গত রোববার সন্ধ্যায় কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। 

সভায় অংশ নেন কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ ও মো. মাহফুজ আলম। কমিশনের সদস্য ড. শরীফ ভুঁইয়া সফরে থাকায় অংশ নিতে পারেননি। 

সভার শুরুতে মুক্তিযুদ্ধে শহিদ ও নির্যাতিতদের স্মরণ, গণতন্ত্র প্রতিষ্ঠায় আহত নিহতদের স্মরণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। 

সভায় কমিশনের কর্ম পরিধি এবং কার্য পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। কমিশনের সঙ্গে যোগাযোগের জন্যে খুব শিগগিরই একটি ইমেইল একাউন্ট এবং দ্রুত একটি ওয়েব সাইট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের পরবর্তী বৈঠক ২১ অক্টোবর ঢাকায় কমিশনের কার্যালয়ে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে সংসদ ভবন এলাকায় কমিশনের জন্য কার্যালয় স্থাপনের কাজ চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম